টিভিতে খবর পড়বেন এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) সঞ্চালিকা লিসা-জয়দেব বেরা

Please share this post

Globalnewz.online, kolkata

10th Jul’23, Monday,

টিভিতে খবর পড়বেন এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) সঞ্চালিকা লিসা

বর্তমান সময় হল বিশ্বায়নের যুগ,তথ্য প্রযুক্তির যুগ।এই সময় চারিদিকে দেখা যায় বিজ্ঞান এর জয়যাত্রা।মাটি থেকে শুরু করে মহাকাশ অবধি সর্বত্রই এখন বিজ্ঞানের জয়জয়কার লক্ষণীয়।সম্প্রতি সময়ে বিজ্ঞান ব্যাতিত সবকিছুই যেনো অচল।সকালে ঘুম থেকে উঠা থেকে শুরু করে আবার রাতে ঘুমাতে যাওয়া অবধি বিজ্ঞানের সাহায্য আমাদের নিতেই হয়।এক কথায় বর্তমান সময়ে বিজ্ঞান ছাড়া মানুষ প্রায় অচল।বিজ্ঞানের এই সর্বোচ্চ সাফল্য আজ পৌঁছে গেছে গণমাধ্যমেও।যদিও গণমাধ্যম সবসময় বিজ্ঞানের উপর নির্ভরশীল ছিল,কিন্তু এখন আরও বেশি করে নির্ভরশীল হয়ে পড়েছে।এখন গণমাধ্যমে টিভির সঞ্চালিকার ভূমিকাও পালন করছে বিজ্ঞানের আশীর্বাদ প্রাপ্ত কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) সঞ্চালিকা লিসা।এই ধরনের প্রযুক্তি দেশের মধ্যে প্রথম দেখা যায় ওড়িশা রাজ্যে। ওড়িশার OTV-তে এবার থেকে খবর পড়বেন AI সঞ্চালিকা লিসা। OTV-র এই পদক্ষেপকে ঘিরে দেশজুড়ে এক হইচই পড়ে গিয়েছে।বিজ্ঞানী মহলের একাংশ মনে করছেন, খুব তাড়াতাড়ি মানব মেধার জায়গা নিতে চলেছে এই কৃত্রিম বুদ্ধিমত্তা।বর্তমানে এই কৃত্রিম সঞ্চালিকা লিসা ইংরেজি ও ওড়িয়া ভাষায় খবর পরিবেশন করবেন।ধীরে ধীরে অন্যান্য ভাষায়ও খবর পাঠ করবেন।আশ্চর্যের বিষয়, হুবহু মানুষের মতোই খবর পড়ছেন বিজ্ঞানের সৃষ্টি এই লিসা। বিজ্ঞানের এই সাফল্য দিন দিন এগিয়ে চলছে নিজের ছন্দে।সত্যি যা অবাক করার বিষয়।গণমাধ্যমের জগতে বিজ্ঞানের এই সাফল্য তথা আবিষ্কার সত্যিই এক অবিস্মরণীয় ঘটনা।

জয়দেব বেরা

(তরুণ কবি,বই লেখক,প্রাবন্ধিক, সমাজকর্মী,সাহিত্য পত্রিকার সম্পাদক এবং গেস্ট লেকচারার, সমাজতত্ত্ব,
সেবাব্রত ইনস্টিটিউট অফ নার্সিং এবং গভর্মেন্ট কলেজ অফ নার্সিং,উলুবেড়িয়া)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *